জনি রহমান | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 144 বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, “ঘূর্ণিঝড় মোরা বর্তমানে ৬৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। উপকূলীয় অঞ্চলগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।”
প্রশাসন জানিয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম ও ভোলা জেলার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে স্কুল ও কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
জনসাধারণের প্রতি নির্দেশনা:




.

এ বিভাগের আরও খবর



